৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম ওয়াসায় মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দল এর উদ্যোগে সরকারী কর্মচারীদের জন্য বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম ওয়াসার মেইন ফটকে সকাল ১০ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় ১১-১২ গ্রেডের কর্মচারীরা খুবই মানবেতর জীবন যাপন করছেন। আমাদের উপর বিমাতাসূলভ পে-স্কেল বারবার চাপিয়ে দেয়া হয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবী জানাচ্ছি বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা করে শ্রমিক কর্মচারীদের দাবী মানতে হবে।

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দলের সিনিয়র সহ সভাপতি কাজী মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বেলায়েত হোসেন, আবু জাফর, রফিকুল হাসান, ফরহাদ হোসেন, মো: শাহজাহান, গোলাম মোহাম্মদ গাজী ও বোরহান উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন