
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দল এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচরী দলের সিনিয়র সহ সভাপতি কাজী মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, আনোয়ারুল আজিম সবুজ, ওয়াসা শ্রমিক দল নেতা বেলায়েত হোসেন, আবু জাফর, মো: শাহজাহান।
বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খবরটি পড়েছেনঃ ১১









