বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন ২৮ ডিসেম্বর

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের (বিএসএএ ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।

উচ্চ আদালতের রায় অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর, ২০২৫ (রবিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন বোর্ড কর্তৃক আজ বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ ওই দিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত চলবে। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ‘মক্কা মদিনা ট্রেড সেন্টারের’ দ্বিতীয় তলায় এসোসিয়েশনের নিজস্ব কনফারেন্স রুমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমোডোর (অব.) এজেডএম জালাল উদ্দিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সকল ভোটারকে অবশ্যই তাদের ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে আরও রয়েছেন বোর্ডের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া ও মো. জাহিদুল হাসান।

এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে অমিয় শঙ্কর বর্মণ এবং সদস্য হিসেবে মো. শওকত আলী ও এস. এম. নাসির উদ্দিন দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে এসোসিয়েশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন