নিউজগার্ডেন ডেস্ক: সনাতনী কর আইনজীবী কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর দ্বি-বাষিক সাধারণ সভা-২০২৩ শনিবার ২৬ অগাস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি দীপক রঞ্জন বসাকের সভাপতিত্বে বাবু শেখর দত্তের সঞ্চলনায় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট এ.কে দাশ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুর হোসেন, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট সমীর দাশ গুপ্ত, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ ইফতেখার, এডভোকেট ধৃতিমান আইচ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি নিতাই চন্দ্র দাস। ২০২৩-২০২৫ কার্যকরি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দীপঙ্কর চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার। ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ সালের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
খবরটি পড়েছেনঃ ২৬