পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ আগষ্ট) বিকাল ৪ টায় নগরীর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ১ লা সেপ্টেম্বর বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকাল ১০টায় ষোলশহর ২নং গেইটস্হ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য ্র্যালী, আলোচনা সভা করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে উক্ত কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এড. ইফতেখার হোসেন চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, আবদুল গাফফার চৌধুরী, এম মন্জুর উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, সলিম উদ্দীন চৌধুরী খোকন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা মাষ্টার মোহাম্মদ লোকমান , ইলিয়াস কাঞ্চন, মোঃ জাহাঙ্গীর আলম, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, গাজী আবু তাহের, হাজী মোঃ ওসমান, মোহাম্মদ ইখতিয়ার হোসেন, হাসান চেয়ারম্যান, কামাল উদ্দীন, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, মোজাম্মেল হক চৌধুরী, শরীফ উদ্দীন চৌধুরী, আবুল হোসেন, মোহাম্মদ ফিরোজ, শামসুল আলম, শফিকুল ইসলাম রাহী, মোহাম্মদ মহসিন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, ফাতেমা আক্তার মুন্নি, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ফোরকান, জেলা জাসাসের আহ্বায়ক - জসীম উদ্দীন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ প্রমূখ।