নিউজ ডেস্ক

মৌরশী সম্পত্তির অগ্রগতি জানতে চান এক উত্তরসুরী

নিউজগার্ডেন ডেস্ক: মৌরশী সম্পত্তির কোনো অগ্রগতির যথাযোগ্য ধাপ বা পর্যায় বা অবস্থানের প্রাতিষ্ঠানিক তথ্যসেবাপত্র সরবরাহ পাওয়ার উদ্দেশ্যে এক উত্তরসুরী আবেদনকারী আশাবাদী হয়ে আছেন। জানা গেছে, চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম পৌর কর্পোরেশনের আন্দরকিল্লা মৌজার টেরীবাজার মনসামন্দির এবং চট্টগ্রাম জেলার পটিয়া, কর্তালা, বুধপুরা, চন্দনাইশ, দোহাজারী, সাতবাড়ীয়া, খাগরিয়া, বৈলতলী, হাছনদন্ডী, লক্ষ্মীপুরা, দেওয়ানহাট, হাসিমপুর, বাঁশখালী, বাণীগ্রাম, সাধনপুর, লটমণি, লটহল, ইলসা, মাইজপাড়া, গুণাগরী, করিমবাজার, বাহারছড়া, গন্ডামারা, কালীপুর, কোকদন্ডী, পালেগ্রাম, পাইরাঙ্গঁ, জলদী ও বৈলছড়ি এবং কক্সবাজার জেলার রামু, চকরিয়া, পেকুয়া, কাকরা, বিনামারা, ভরামুহুরী, চিরিঙ্গাঁ, ঘনশ্যাম বাজার, মগবাজার তথা বিভিন্ন মৌজার মধ্যে মৌরশী সম্পত্তি থাকতে পারার কোনো তদন্তের অগ্রগতির তথ্যসেবাপত্র সরবরাহ পাওয়ার আশায় উক্ত উত্তরসুরী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আবেদন করেছেন। এ ব্যাপারে গণমাধ্যম খবরের ইমেইলবার্তা ১৭/০৮/২০২১ইং তারিখে চট্টগ্রাম ডেপুটি পুলিশ মহাপরিদর্শকের digchittagong@police.gov.bd নং সহ কক্সবাজার জেলাপ্রশাসক, ০৯/০৬/২০২২ইং তারিখে ভূমি মন্ত্রণালয়, ১৪/০৯/২০২২ইং তারিখে কক্সবাজার ডিসি, কক্সবাজার এডিসি রাজস্ব, পেকুয়া ইউএনও, চকরিয়া এসিল্যান্ড, চকরিয়া সার্কেল এসপি ও চিরিঙ্গা ইউপি চেয়ারম্যানের কাছে ও ১৪/০৯/২০২২ইং তারিখে চট্টগ্রামকোর্ট রেকর্ডরুম ও বাঁশখালী এসিল্যান্ডের কাছে যথাক্রমে ৯৭২নং ও ৯৭৩নং রেজিস্ট্রী ডাকবার্তা পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এমতাবস্থায় উক্ত ইমেইলবার্তা ও রেজিস্ট্রী ডাকবার্তার উল্লেখ রেখে ২৩/০৫/২০২৩ইং তারিখে প্রধানমন্ত্রীর ডিজিটাল এটুআই প্রকল্পের কাছে পাঠানো অনলাইন তথ্যপ্রাপ্তির আবেদনপত্র নম্বর ০০২৪০২.০০০০০৬৫.২০২৩০৫২৩.১ ও সেবাট্রাকিং নম্বর ১০৫ বলে সূত্রে প্রকাশ। এমনকি অনলাইন পদ্ধতি তথা যথাযোগ্য প্রযুক্তির বাঁশখালী পাইরাঙ্গ ৫৪নং, ৬২৫নং ও ৬২৬নং আর এস খতিয়ানসহ অন্যান্য খতিয়ান ও পাইরাঙ্গঁ মৌজার ১১০৫নং আর এস দাগের জে এল নং ৪৫, পালেগ্রাম ৮৪৮২নং ক্যাপচা কোডভূক্ত জেএলনং ৩৭, কালীপুর ০৫৯৫নং ক্যাপচা কোডভূক্ত জে এল নং ৩৮, জঙ্গল কোকদন্ডী ২০২৫নং ক্যাপচা কোডভূক্ত জে এল নং ২৬ ও ইলসা ৯৬৫৪নং ক্যাপচা কোডভূক্ত জে এল নং ২৯ অনুসারে এবং পটিয়া কর্তালা ৪২৯নং, ৪৯৫নং, ৬১৫নং, ৬০৩নং ও ৫৭৩নং আর এস খতিয়ান অনুসারে ভূমিরেকর্ড যাচাই হলে উক্ত মৌরশী সম্পত্তির কোনো পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও সূত্রে প্রকাশ। এদিকে চকরিয়া বিনামারা ২নং আর এস খতিয়ানের জে এল নং ৫১, সাবেক জে এল নং ৩২ (সার্ভে ১৮৯৮), তৌজি নং ১৩৪০৪, উক্ত বিনামারা অনলাইন ক্যাপচা কোড ১৪৪৫নং, উক্ত বিনামারা আর এস ৩নং খতিয়ানের ১০৫নং দাগের সামিল ৯৫/৯৬/৯৭/৯৯/১০০/১১০নং বি এস দাগ ও আরেকটি আর এস ১১৯নং দাগের সামিল বিএস ৯৮নং দাগ অনুসারে এবং উক্ত চকরিয়া কাকরা ২৫১নংসহ ২৭১নং আর এস খতিয়ানের জে এল নং ২৬, সাবেক জেএল নং ২০ (সার্ভে ১৮৯৮) ও তৌজি নং ২৫৫৪ অনুসারে তথা বিনামারা, কাকরা, ভরামুহুরী, নলবিলা, পাঁচখালী, চিরিঙ্গা, চকরিয়া পেকুয়া ও ফাঁসিয়াখালীর ১/৩/৩ জের /৯/ ২৫/ ১০৫/ ১১৯/ ১৩৮/ ১৪৩/ ২১৪/ ২৫৭/ ২৫৮/২৬০ /২৬৬/ ২৯৪/ ৩০৯/ ৪৫০/৩০১০/৩০৯/১০৯৯৮নং অনুসারে ভূমিরেকর্ড যাচাই হলে মৌরশী সম্পত্তির কোনো পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে উক্ত উত্তরসুরী ধারণা করছেন। অবশ্য ২১/০৬/২০২০ইং তারিখের ও ৩১/০৫/২০২১ইং তারিখের newsgarden24.com মুক্তমত খবর অনুসারে উক্ত মনসামন্দিরের এক উকিলবিজ্ঞপ্তির edainikazadi.net পত্রিকাসংবাদ, ২০২৩ইং সনের মাসিক সনাতনী দর্পণ জুন-জুলাই সংখ্যা ০৬নং পৃষ্ঠা ও ২৮/০৮/২০২৩ইং তারিখের প্রধানমন্ত্রীর তথ্যসেবার a2i@gmail.com নং সহ ভূমি মন্ত্রণালয়, ভূমি জরীপ অধিদপ্তর মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, কক্সবাজার জেলা প্রশাসক, চট্টগ্রামকোর্ট রেকর্ডরুম ও বাঁশখালী এসিল্যান্ডের ইমেইল Subject Mourashi শিরোনামসহ ইমেইলবার্তা তথা বিভিন্ন সময়ের গণমাধ্যম খবরের ভূমিরেকর্ড যাচাই হলে মৌরশী সম্পত্তির কোনো পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও উক্ত উত্তরসুরী ধারণা করছেন।

মন্তব্য করুন