জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরার মুক্তি ও প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি

নিউজগার্ডেন ডেস্ক: নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাকে অমানবিকবাবে আটক রাখায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তিদানের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ১ বছর যাবৎ কারাগারে আটক ও জামিন না দেওয়া আইনের শাসনের পরিপন্থি ডিজিটাল নিরাপত্তা যে আইনে তাঁকে আটক রাখা হয়েছে তা স্বাধীন রাষ্ট্রের নাগরিক অধিকার ও মৌলিক অধিকারের পরিপন্থি। শুধু তাই নয়, দেশের শাসন ব্যবস্থা নিপীড়নমূলক বলে মন্তব্য করে তিনি বলেন, নিমর্তনমূলক আইনে খাদিজাকে দীর্ঘ সময় জেলে রেখে তার প্রতি অন্যায় করা হচ্ছে।
বিবৃতিতে তিনি দেশের বুদ্ধিজীবী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্লিপ্ত থাকা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এব্যাপারে দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হয়ে খাদিজাতুল কুবরার জীবন রক্ষা ও শিক্ষা জীবনকে বিপন্ন করার প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের চট্টগ্রামের আহ্বায়ক।

 

মন্তব্য করুন