নিউজগার্ডেন ডেস্ক: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক গত ২৫ আগস্ট কুইচা মাছ রক্ষা করার জন্য লিখিত স্মারক লিপির মাধ্যমে অভিযান চালিয়ে বোয়ালখালী থানার ওসি- পুরো বোয়ালখালীতে বরিশাল থেকে আসা কুইচা মাছ নিধন কারীদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং এরা ইতিমধ্যে চলে গেছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। এলাকা বাসিকে বলেন কুইচা মাছ আমাদের বিশ্ব পরিবেশ প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্রের অংশ এইগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ওসি মোহাম্মদ আছহাব উদ্দীন আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমরা সকলে মিলে পাখি, বন্যপ্রাণী, বৃক্ষ, তরুলতা, মৎস্যকুলের অস্তিত্বকে রক্ষা করতে হবে। তিনি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পরিবেশ রক্ষার এই উদ্যোগকে অভিনন্দন জানান। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিককে মেবাইল ফোনে হুমকি দাতারা থানায় এসে তাদের ভুল স্বীকার করেন এবং তারা ভবিষ্যতে কুইচা মাছ নিধন কারীদের কোন দরনের সুযোগ সুবিধা প্রদান করবেন না বলেও জানান। উভয়ের মধ্যে সমঝোতা করে দেন ওসি মোহাম্মদ আছহাব উদ্দীন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।