খাজারোডের পাশে পুকুর গুলো ভরাট চলছে, পরিবেশ অধিদপ্তরের এখনো দেখা মেলেনি!!!

নিউজগার্ডেন ডেস্ক: খাজারোডের পাশে পুকুর গুলো ভরাট করা হচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হবে বলে মনে করছেন স্থানীয়রা। জরুরী ভিত্তিতে অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যেই পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জায়গার মালিক বড় মাপের ব্যক্তি সে সবায়কে ম্যানেজ করে কাজ করছেন। তাছাড়া প্রকাশ্যে এভাবে কাজ করা যাবে না। কোন দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সেটা আমাদের বিষয়, যখন কাজ করব তখন কথা হবে। তিনি এব্যাপারে আরো বলেন, আমরা পুকুর কেমনি ভরাট করবো, আমাদের আরো অনেক শরীকদার আছে।
সরেজমিনে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার খাজারোডের চৌধুরী স্কুলের দক্ষিণ পাশের পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করার কাজ চলছে।

 

মন্তব্য করুন