আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

নিউজগার্ডেন ডেস্ক: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ২২৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গতকাল ৩ সেপ্টেম্বর অনুমোদন দেয়া হয়। আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হলো।

হাসান রুবেলকে সভাপতি ও এন মোহাম্মদ রিমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিঃ সহ সভাপতি শাহীন হায়াত, সহ সভাপতি এসকান্দর মীর্জা, মোস্তফা মোহাম্মদ জাবেদসহ ২৬ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদসহ ৪১জন যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল। এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়াকে এ সব তথ্য জানান চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমন।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।

 

মন্তব্য করুন