নিউজগার্ডেন ডেস্ক: মহাত্মা লালন সাঁইজির ভাব বাণী পরিবেশন ও সাধু সংঘ চট্টগ্রাম শিল্লকলা একাডেমিতে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, বিশেষ অতিথি ছিলেন লালন গবেষক চবি অধ্যাপক ড. হানিফ মিয়া, চট্টগ্রাম শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের।
লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎসুদ্দি লোপার সার্বিক সহযোগিতায় ছৈয়দ হোসেন শাহার সভাপতিত্বে শুভেচ্ছা রাখেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের প্রচার সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, কবি সুলতান আহমদ কমল, বীরমুক্তযোদ্ধা গোলাম নবী, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, সংগীত শিল্পী সুধামা দাস সুজন, সংগীত শিল্পী সুকুমার দে, সংগীত শিল্পী ফারুক আহমেদ, জুয়েল দ্বীপ, সংগীত শিল্পী রুপনা দাশ, ফটিকছড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম চৌধুরী এমিল, এমরান হোসেন মহুরি, নাট্যকার ওসমান গণি, নাট্যকার ও সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, শিল্পী এস কে মানিক, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক শান্তু ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান শুভ, সাংবাদিক তানিয়া সুলতানা, আমিনুল ইসলাম লিটন, মতিউর রহমান ফরহাদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য ড. অনুপম সেন বলেন, লালন সংগীত এবং লালনের বিষয় হচ্ছে মহাসাগর। এ বিষয়ে বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। লালনের লেখার মধ্যে এত গভীরতা কয়েকশ বছর পরও এ লেখার সাথে বাস্তবতার মিল পাওয়া যাবে।
প্রধান আলোচক চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, এক সময়ে জনপ্রিয় সংগীত জারি সারি, ভক্তি গীতি, যাত্রা পালা, পুঁথি পাঠের আসর হারিয়ে গেছে। চট্টগ্রামে যে সব সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও কর্মী রয়েছে তাদের কথা চিন্তা করে একটা প্রকল্প হাতে নেয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা অনেকে অভাব অনাদর অবহেলার শিকার হতে হয়। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃিক কর্মীরা নিজস্ব একটা ঠিকানা পাবে। সেখানে সংস্কৃতি চর্চার পাশাপাশি থাকা এবং খাবারে ব্যবস্থা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য লালন গবেষক ড. হানিফ মিয়া বলেন, লালনকে নিয়ে আমি গবেষণা করতে গিয়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। লালনকে নিয়ে বিশ্বের বিভিন্ন গবেষকরা উনার কর্ম নিয়ে গবেষণা করতেছে। উনি অনেক বড় মাফের মানুষ।