নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার নেওয়ার দাবী জানান। সাবেক তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এই প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশি রায়ে বন্দি জীবন কাটাচ্ছেন। অন্যথায় বেগম জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।
তিনি আজ ৮ সেপ্টেম্বর (শুক্রবার) সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বাদ জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দি ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাই।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, মো: জাহাঙ্গীর আলম, মিয়া মো: হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, জাহেদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, আহাদ আলী সায়েম, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, ওমর ইমতিয়াজ টিটু, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, হাসান মনসুর, জাহাঙ্গীর আলম বাবু, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, আবদুল্লাহ আল মামুন, জাহেরী মাসুদ, আবদুল করিম, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমদ, মোশাররফ আমীন সোহেল, সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, হাবিবুল্লাহ খান রাজু, থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক নূর উদ্দিন শরীফ দিদার, ইউনুছ মুন্না, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, জামিল হোসেন, রাসেল খান, সোলায়মান হোসেন মনাসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনা, সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন নাসিমন ভবনস্থ সংলগ্ন মসজিদের খতীব মাওলানা এহছানুল হক।