
নিউজগার্ডেন ডেস্ক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার হামিদচরে এক দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন দানু সওদাগর, বিএনপি নেতা মো: সাইফুল ইসলাম, মো: কফিল উদ্দিন, মো: বেলাল, মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নুর নবী, মো: ছাবের, মো: বাবর, মোহরা ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মো: জয়নাল আবেদীন, রিয়াজ উদ্দিন, রুবেল মুহুরী, মো: রিপন সহ প্রমুখ নেতৃবৃন্দ।