তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল সংযুক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

নিউজগার্ডেন ডেস্ক: ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রাম কারাগারে ফাঁসির মঞ্চে বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল সংযুক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবীনেতা তারকেশ্বর দস্তিদারকে ভারতীয় দন্ডবিধির ১২১/১২১ এ ধারায় একই দিনে একই সময়ে একই মঞ্চে চট্টগ্রাম কারাগারে রাত ১২ টায় ফাঁসি দেয় ব্রিটিশ শাসক। এই ঐতিহাসিক দিনটিকে স্মৃতিবহ করে রাখতে এবং নতুন প্রজম্মের কাছে বিপ্লবীদের ইতিহাস তুলে ধরার প্রয়াসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চট্টগ্রাম কারাগারে ঐতিহাসিক নিদর্শণ স্বরুপ সূর্য সেন ও তারকেশ্বরের ফাঁসির মঞ্চটি ২০১২ সাল থেকে সাজিয়ে রেখেছেন।

উক্ত ফাঁসির মঞ্চে জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নাম ও ম্যুরাল সংযুক্ত করা হলেও ভূলবশত বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল স্থাপন করা হয়নি। ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল স্থাপন না হওয়াতে লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক , সাংস্কৃতিক কর্মী ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের দীর্ঘদিনের দাবী ও আবেদনের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত ৭ আগষ্ট ২০২৩ ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রাম কারাগারে ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল সংযুক্ত করার জন্য অনুমতি প্রদান করেন।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের ফাঁসির মঞ্চে আত্মবলিদানকারী একজন অকুতোভয় সাহসী বীরের স্মৃতি ও বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা, ভারত। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, চট্টগ্রাম। বোধন আবৃত্তি স্কুল, চট্টগ্রাম। বিপ্লবী চারুবসু স্মৃতি পরিষদ, খুলনা। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম।

 

মন্তব্য করুন