নিউজ ডেস্ক

পুলিশ দিয়ে, মামলা দিয়ে আওয়ামীলীগ জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায়: জোনায়েদ সাকি

নিউজগার্ডেন ডেস্ক: গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখা গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে। জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার ভয় পেয়ে গেছে। তারা জনগণের আন্দোলনকে দমন করা জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করছে। পুলিশ দিয়ে, মামলা দিয়ে আওয়ামীলীগ জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায়। আমরা বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। তার জন্য দরকার রাষ্ট্র সংস্কার। আমরা যুগপৎ ধারার আন্দোলন করছি এই শাসকগোষ্ঠীর পদত্যাগের জন্য।

সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, ডা. জবিউল হোসেন, অ্যাডভোকেট কফিল উদ্দিন, সেলিম নূর, ডা. অপূর্ব নাথ, মোজফফর আহম্মেদ, ফরহাদ জামান জনি প্রমুখ। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট ফাহিম শরীফ খান।

মন্তব্য করুন