বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজগার্ডেন ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউসে ১৭ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদের রোভার স্কাউট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাঈম, তামিম রহমান, আবিদ চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও সার্কিট হাউসের গেইট রক্ষক মো. আতিক মিয়া, মো. আজিজুল হক। উপস্থিত সকলের উদ্দেশ্যে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, পরিবেশ আমাদের জাতীয় সম্পত্তি। বৈশ্বিক জলবায়ু উষ্ণতা থেকে রক্ষা পেতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস দরকার। আগামী প্রজন্মের জন্য সুন্দর সোনালী সবুজ পৃথিবী গড়তে হলে সবাই যার যার অবস্থান থেকে বৃক্ষের চারা রোপন করা খুবই জরুরি। তিনি আরো বলেন, এই সার্কিট হাউস প্রতিদিন অনেক জ্ঞানী-গুণীদের পদচারণায় মুখরিত হয়। একদিন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃক্ষের সৌন্দর্য দেখবে এবং এই গাছের চারা একদিন বৃক্ষে রূপান্তরিত হয়ে মানুষের বেঁচে থাকার অতি প্রয়োজনীয় অক্সিজেন সারাজীবন বিনামূল্যে দান করে যাবে। তখনই আমাদের পরিশ্রম সার্থক হবে। তাই উপস্থিত সকলকে গাছের চারাগুলো যতœ করার জন্য অনুরোধ জানান। পরিশেষে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপণের পাশাপাশি যে গাছগুলো এখনো পৃথিবীতে বিদ্যমান আছে সেগুলোর সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। না হলে বৃক্ষরোপণের কোনো মূল্যই থাকবে না।

মন্তব্য করুন