চট্টগ্রাম মেরিন একাডেমি বনাম বরিশাল মেরিন একাডেমি’র মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল ম্যাচ সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের উদ্যোগ বিএমএসি ফূটবল মাঠে ১৮ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (বিএমএসি) বনাম বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (বিএমএবি) এর মধ্যে এক আন্ত একাডেমি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ সম্পন্ন হয়।
উক্ত খেলায় বিএমএবি-কে ৬-২ গোলে পরাজিত করে বিএমএসি জয়লাভ করেন। উক্ত খেলায় উভয় একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান ও নৌপ্রকৌশলী ড. সাজিদ হোসেন, উভয় একাডেমির এ্যাডজূটেন্ট, বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাগণ,বিএমএসি কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও উভয় একাডেমির ছয় শতাধিক ক্যাডেট উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন।
খেলা শেষে খেলোয়াড়, চ্যাম্পিয়ান, রানার্স আপ, তৎসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকগণকে ক্রেস্ট ও পূরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য ঐদিন সকালে বিএমএসি অডিটোরিয়ামে উভয় একাডেমির ক্যাডেটদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন