
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসকের অধিন কোতোয়ালী থানাধিন পুরাতন টিএনটি রোডস্থ জেলা পরিবহণ পুলের স্টাফ ভবনের ছাদ থেকে রহস্যজনকভাবে বিশাল পানির ট্যাংক ভেঙ্গে পড়ে পাশ্ববর্তী ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ১৮ সেপেটম্বর রাতে হঠাৎ বিকট শব্দ করে রহস্যজনকভাবে ১০০০ লিটারের পানি ভর্তি একটি গাজী ট্যাংক পাশ্ববর্তী ইসলামিয়া ভবনের উপর পড়ে। ভবনটির ২য় তলার টিনশেডে ভেঙ্গে পড়লে কমিউনিটি সেন্টারটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। তবে কোন হথাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় বিকট শব্দে আশপাশের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যরাত ১.৩০ মিনিটে পাশে পুজার উচ্ছ স্বরে মাইক চলার সুযোগে রহস্যজনকভাবে সংগঠিত
এমন ভয়াবহ দুর্ঘটনায় সৃষ্ট শব্দে ভিত সন্ত্রস্থ হয়ে ভবনে বসবাসরত ঘুমন্ত লোকজন। ঘটনার ভয়াবহতায় ভবনের লোকজন ভূমিকম্পন হয়েছে মনে করে প্রাণ রক্ষায় ঘুমের ঘোরে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। মুহুর্তেই চতুর্দিক থেকে শত শত আতঙ্কগ্রস্থ মানুষ ছুটে এসে ঘটনাস্থলের আশপাশে রাস্তায় জড়ো হয় এবং দুর্ঘটনা অবলোকন করে। ভবন মালিক ও ভবনের অবস্থানরত দোকান ভাড়াটিয়াবৃন্দ এবং আশপাশের মানুষ বিষয়টিকে রহস্যৗজনক বলে দাবী করেছেন অধিকন্তু, এ ঘটনা কমিউনিটি সেন্টার তথা ভবন মালিকদের বিরুদ্ধে ডিসিপুলের স্টাফদের পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন। শুধু তাই নয়, এ ঘটনা পরিকল্পতি হত্যান্ডের অংশ বলেও দাবী করেন ভবন মালিক। ভবন মালিক বলেন এটি একটি কমিউনিটি সেন্টার , এখানে নিয়মিত বিয়ে সাধির অনুষ্টান হয়। আল্লাহ্ না করুক অনুষ্ঠানের সময়ে এ ঘটনা ঘটলে শ’পাঁচশ মানুষ হতাহত হতে পারতো। যা অভাবনীয়। তাই এ ঘটনা পরিকল্পিত হত্যা প্রচেষ্টাও বটে। ভবন মালিক ও আশপাশের এলাকার লোকজন এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছেন। উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে উপযুক্ত তদন্ত করার দাবী জানিয়েছেন।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট ভবনে বসবাসকারীদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিউনিটি সেন্টার ও ভবনের মালিক।