
নিউজগার্ডেন ডেস্ক: ২ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার/ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: মামলার বাদী এসআই (নিঃ)/ মোঃ সিদ্দিকুর রহমান, বিপি-৮৫০৫০৮১২০৮, মোবাইল :০১৭১৫৪৭৬৭০২, এনআইডি- ৫০৫৩১৯৪৬৯১, কর্মক্ষেত্রের ঠিকানা: হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সহ ২০ সেপ্টেম্বর, ২০২৩,১৫:৩৫ ঘটিকার সময় অত্র হাটহাজারী মডেল থানাধীন হাটহাজারী পৌরসভা দেওয়ান নগর ২নং ওয়ার্ডস্থ বাসস্ট্যান্ড এর বিপরীতে বনফুল মিষ্টি দোকানের ভিতর হইতে আসামী মোঃ ইছহাক (৪০), আয়েশা বেগম প্রকাশ সাদিয়া (২৫) দ্বয়ের হেফাজত হইতে উদ্ধার- ২ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ২ শত ৪০ গ্রাম, মূল্য অনুমান ৭,২০,০০০/-টাকাসহ গ্রেফতার করেন।
হাটহাজারী মডেল থানার মামলা নং- ১৮ , তারিখ-২০/০৯/২০২৩, ধারা- ৩৬ (১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হইল। সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ নুরে আলম -৮৯১৭২০২১৩৫ (মোবাইল নং- ০১৭৪৩৯৪৭৯৮৮) মামলাটি তদন্ত করবেন।