‘পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় মরহুম মাহাবুব আলী’র অবদান অবিস্মরণীয়’

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রাক্তন ১ম সহ-সভাপতি মরহুম মাহাবুব আলীর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ইং বাদ আছর খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল খুলশীস্থ বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), ও এম. এহসানুল হক, প্রাক্তন ১ম সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন পরিচালক সর্বজনাব হেলাল উদ্দিন চৌধুরী, এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফুদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, শেখ সাদী, আমজাদ হোসেন চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্্ সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণ সহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মরহুম মাহাবুব আলী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুম মাহাবুব আলী একজন পরোপকারী মহৎ ব্যক্তিত্বের অধিকারী শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন এবং বিজিএমইএ’কে একটি দৃঢ় সাংগঠনিক ভিত্তি প্রদানে মরহুমের চৌকষ দক্ষতা ও বিচক্ষনতা স্মরণীয় হয়ে আছে।

তিনি আরো বলেন- বিশ্ব অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতির কারণে রপ্তানি আদেশ স্বল্পতায় বাংলাদেশ পোশাক শিল্প বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছে। বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিকারী ও জাতীয় রপ্তানিতে পোশাক শিল্পের অবদান বিবেচনায় এ’শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সরকারের রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন সহ সংশ্লিষ্ট সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

বিজিএমইএ’র ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব আবদুল হালিম দোভাষ-এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- প্রাক্তন ১ম সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন পরিচালক সর্বজনাব হেলাল উদ্দিন চৌধুরী, এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফুদ্দিন, খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।

পরিশেষে মরহুম মাহাবুব আলী সহ পোশাক শিল্পের প্রয়াত মালিক ও শ্রমিক কর্মচারীগণের রুহেুর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন