নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশের জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই, কারণ তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এলেই আওয়ামী লীগ ভয় দেখিয়ে শাসন করে। তারা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যদি দেশে গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। এই লক্ষে আমরা ধীরে ধীরে দিকে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনার পতন আন্দোলনের জন্য চট্টগ্রাম প্রস্তুত আছে। তাই ৫ অক্টোবরের রোড় মার্চ কর্মসূচী সফল করে স্বৈরাচারী সরকারের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। চট্টগ্রামের রোড় মার্চ থেকেই সরকার পতনের ঘন্টা বাজবে।
তিনি বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান বাস ষ্টেশনস্থ দি গ্রান্ড ভ্যালী হোটেলের হল রুমে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোড়মার্চ কর্মসূচী সফল করার লক্ষে বান্দরবান জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির সাবেক সভাপতি বাবু লুসাই মং, বিএনপি নেতা আবিদুর রহমান, শাহাদাত ইসলাম, সেলিম রেজা, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, জাসাসের আহবায়ক আলমগীর চৌধুরী প্রমূখ।
পরে বিকালে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম হচ্ছে বিএনপির দূর্ভেদ্য ঘাঁটি। অতীতে চট্টগ্রামে বিএনপির প্রতিটি কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। হারানো গণতন্ত্র ফিরে পেতে যেকোনো মূল্যে এই রোড় মার্চ কর্মসূচীও সফল করতে হবে। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের প্রস্তুতি নিতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আন্দোলন বেগবান করবো। এই রোড় মার্চ কর্মসূচী মাইল ফলক হয়ে থাকবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বক্তব্য রাখেন সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সি. সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী, সারোয়ার জাহান চৌধুরী, আবু বক্কর চেয়ারম্যান, জালাল আহমেদ প্রমূখ।