দেশে একতরফা নির্বাচন আর হতে দেওয়া হবে না: মাহবুবের রহমান শামীম

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যের এই সরকারের বিরুদ্ধে এক দফার শান্তিপূর্ণ আন্দোলন করছে। গণতন্ত্রকামী মানুষকে আন্দোলন থেকে দুরে রাখতে সরকার ইতোমধ্যে বিএনপির ২২ জনকে হত্যা করেছে। এগুলো করে আবারও তারা ভোটবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইছে। কিন্তু দেশের জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না। বিগত নির্বাচন ছিল বিতর্কিত, বিশ্বের কোথাও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। দেশে এধরনের একতরফা নির্বাচন আর হতে দেওয়া হবে না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিনই জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতের সরকারের পতন ঘটবে।

তিনি ৫ অক্টোবর চট্টগ্রামের রোড় মার্চ কর্মসূচী সফল করার আহবান জানান।

তিনি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি কাঁঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোড়মার্চ কর্মসূচী সফল করার লক্ষে রাঙ্গামাটি জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জনমতের প্রতি বৃদ্ধাঙুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড. দিপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বক্তব্য রাখেন জেলা বিএনপির, সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ প্রমূখ।

 

মন্তব্য করুন