নিউজ ডেস্ক

বিএনপির ১৫ নেতা কর্মীদের মুক্তির দাবীতে আশিয়া বিএনপির বিক্ষোভ মিছিল

পটিয়া প্রতিনিধি: পটিয়ার ১৫ বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি আশিয়ার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে বাংলা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে মিছিল পরবর্তী এক সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমসহ গ্রেপতারকৃত বিএনপির ১৫ নেতা কর্মিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ উদ্দীন চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপি নেতা জাবেদ চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু, পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নোমান লিটন,
বিএনপি নেতা আব্দুল মান্নান,সোলাইমান, নুরুল আলম, কামাল উদ্দীন, জালাল উদ্দীন, মুন্না, যুবদলের নেতা সাদ্দাম, ফোরকান,বাবুল,শ্রমিকদলের নেতা মোরশেদুল আলম, সাইফু,রুকন,সেচ্ছাসেবক দলের নেতা নেজাম,বাপ্পি, জিয়া, ছাএদলের নেতা কামাল, কাইসার, আদর,সহ বিএনপি, যুবদল, ছাএদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদল নেতৃবৃন্দ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ২০১৮ সালে পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করেছিলেন। এবারও মিথ্যা গায়েবি হামলার নাটক সাজিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকারদলীয় নেতার নামে। এসব গায়েবি মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না। পটিয়ায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি তারপরও মামলা দেওয়া হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে এ রকম অসংখ্য বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়েছিল পুলিশ বাদী হয়ে। কিন্তু এবার বাদী করা এক যুবলীগের নেতাকে। অবিলম্বে বিএনপির ১৫ নেতা কর্মীদের মুক্তি দাবী করেন সমাবেশ থেকে।

উল্লেখ, গত ১৫ জুলাই রাতে পটিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে পটিয়ার ২১ জন নেতা কর্মীদের নামে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা দায়রাজজ আদালতে পটিয়া উপজেলা বিএনপির ১৫ নেতা কর্মী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন