কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংরক্ষণ করতে হবে: এ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় গণমুক্তি ফোরামের আহবায়ক এ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী বলেছেন, সরকার বিরোধী চলমান যুগপথ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সংসদ বিলুপ্তি, নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্যের উর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ, বৃহৎ শক্তিগুলোর প্রভাব বলয়ে অন্তর্ভূক্ত না হয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে স্বাধীন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যা, অবৈধভাবে গঙ্গা ও তিস্তা নদীতে বাঁধ নির্মাণ করে ভারতীয় সম্প্রসারণবাদী শাসকগোষ্ঠীর পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংরক্ষণ করতে হবে। আগামী অক্টোবরের ৬ ও ৭ তারিখ শুক্র ও শনিবার বিকাল ৩টায় পুরাতন রেল ষ্টেশন চত্বর ও বিকাল ৪টায় দোাস্তবিল্ডিং চত্বর এবং শনিবার বিকাল ৩ টায় জিলা পরিষদ মার্কেট চত্বর বিকাল ৪ টায় চেরাগী পাহাড় মোড়ের গণজামায়েত ও পথসভা অনুষ্ঠিত হবে।

গতকাল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে নবগঠিত সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির উপস্থিত সদস্যদের মধ্যে অধ্যাপক ড: শিব প্রসাদ সূর, রোটারিয়ান আসিফ আহমদ মৃধা, মাস্টার এ. কে. এম. মোফাজ্জল হায়দার, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল হোসেন সিকদার, বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হেসেন সানু, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, সাহেদ লতিফ, অধ্যাপক অজিত দাশ, কৃষক নেতা রফিক আহমদ চৌধুরী প্রমুখ।

 

 

মন্তব্য করুন