সদরঘাট থানা পূজা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামল দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, প্রধান বক্তা ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্ত, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত।
সদরঘাট থানা পূজা কমিটির সভাপতি রাজীব নন্দী বাবু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদরঘাট থানা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী দাশ, মহানগর নেতা নিঝুম পাড়িয়াল রাজ, রাজন দাশ, অসীম কুমার দে, প্রিয়তোষ ঘোষ রতন। সভায় করেন স্বাগত বক্তব্য রাখেন সদরঘাট থানা পুজা কমিটি সাধারণ সম্পাদক পিন্টু সরকার। এছাড়া আরো বক্তব্য রাখেন থানা কমিটির সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, সুজন ভট্টাচার্য, পম্পি দাশ, রিপন কিশোর রায়, লক্ষণ দাশ, নির্মল দাশ, তন্ময় দাশগুপ্ত, আশোক দাশ, সাগর চক্রবর্তী, সৈকত দাশ, আবীর মজুমদার, প্রান্ত দেওয়ানজী, শিল্পী সরকার। সোহেল দাশ’র সঞ্চালনায় সদরঘাট থানা পূজা কমিটির নেতৃবৃন্দ ও আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মন্তব্য করুন