জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না: মাহবুবের রহমান শামীম

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামীলীগ চলচাতুরীর মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আরো একটি নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। এবার প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সরকার। ইতিমধ্যে বিএনপির এক দফার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করার আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না। দেশের মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তাই সরকার যদি আবারো একটি অবৈধ ভোট চুরির নির্বাচন করেন দেশের মানুষ সেটা করতে দেবে না। ভোট চোরদের এরমধ্যেই চিহ্নিত করেছে বাংলাদেশের মানুষ। তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে গিয়েছে।

তিনি আগামী ৫ অক্টোবর বিএনপির চট্টগ্রামের রোড মার্চ কর্মসূচী সফল করতে জাসাস নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

তিনি সোমবার (২ অক্টোবর) দুপুরে কাজির দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ কর্মসূচী সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসাসের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন চরম সংকটে পতিত হয়েছে। এ সংকট থেকে উদ্ধার করতে হলে অবৈধ ফ্যাসিষ্ট সরকারকে পতন করতে হবে। স্বৈরাচার এরশাদ ও আইয়ুব খানের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এ সরকারেরও পতন হবে বিএনপির রোড মার্চের মধ্যদিয়ে। আগামী ৫ অক্টোবর চট্টগ্রামের রোড মার্চ থেকে যে জন জোয়ার উঠবে, সে জোয়ারে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতন তরান্নিত হবে।

জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম উন্নয়ন সম্পাদক বেলাল আহমেদ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন চৌধুরী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যাহ, মহানগর জাসাসের সি. যুগ্ম আহ্বায়ক শিল্পী দোস্ত মোহাম্মদ, ফজলুল হক মাসুদ, মঈনুদ্দিন মঈন, দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ চৌধুরী পাবলু, আশরাফ উদ্দিন, কবি ইউসুফ, উত্তর জেলা সহ সভাপতি খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, খোরশেদ আলম, মহানগর জাসাস নেতা সেলিম চৌধুরী, জহির উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, আব্দুল হান্নান শিবলী, রিপন ভান্ডারী প্রমুখ।

মন্তব্য করুন