নিউজ ডেস্ক

৫ অক্টোবর রোডমার্চ সফল করার লক্ষ্যে টেরিবাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: ৫ অক্টোবর রোডমার্চ সফল করার লক্ষ্যে টেরিবাজার ঘাটফরহাদবেগ, হাকিম আলী রোড, খলিফা পার্টি সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সৈয়দ আবুল বশর, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, ইমতিয়াজ উদ্দিন তারেক, জামাল উদ্দিন, ফতেহ আলী, আলাউদ্দিন, সালাউদ্দিন, সফিক মজুমদার, আবুল হাশেম, গিয়াস উদ্দিন দিদার, আবু বক্কর, কফিল উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। জনগণ যেভাবে রাস্তায় নেমেছে এই সরকারকে বিদায় নিতেই হবে। আর যারা ভোট চুরি, গুম, খুন ও মিথ্যা মামলার সঙ্গে জড়িত ছিল জনগণ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ প্রয়োজনে দিনের পর দিন রাজপথে বসে থাকবে। তাই বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীরা এখন ভয়ের মধ্যে আছে। কখন না জানি কি হয়ে যায়।

মন্তব্য করুন