নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, প্রতিরোধযুদ্ধে জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২৫ বছর বয়সে জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম যুদ্ধ করেন। এই সময়ের মধ্যে একজন দেশের জন্য কতটুকু করতে পারেন? আমরা তার জীবনভিত্তিক আলোচনায় গেলে বুঝতে পারবো, এই সময়ের মধ্যেই তার অর্জনগুলো কি। জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সজ্জন ব্যক্তি ও একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট ছিলেন। এ সময় তিনি আখাউড়া বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেন। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চার্লি কোম্পানির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তেলিয়াপাড়া, মাধবপুর, আখাউড়া, লালপুর ও ডেমরার যুদ্ধ তাঁর জীবনের উল্লেখযোগ্য যুদ্ধ। ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার পিতা এস এম হাফেজ আহমেদ। কুমিল্লা বোর্ড থেকে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। সেনাবাহিনীর ক্যাডেটে ১ম হয়ে সোর্ড অফ অনারে ভুষিত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা।
তিনি আজ ৪ অক্টোবর (বুধবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের ৭৫তম বর্ষে পদার্পণ
উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে তিনি বলেন, এই নশ্বর পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেলেও মানুষের স্বপ্ন বেচে থাকে। আমি মনে করি, স্বপ্ন, সভ্যতা এবং ভবিষ্যৎ হচ্ছে মানুষের মনের গন্তব্য। কিছু মানুষ তাদের সময়কে অতিক্রম করে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নেন। সেরকমই একজন মানুষ হলেন আমাদের জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি হলেন ন্যায় পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তিত্ব।
কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড: মামুন জোয়ার্দারের পরিচালনায় বক্তব রাখেন জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জমিয়তে ওলামা পার্টি নেতা মাওলানা আবুল কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুব আলম, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ, কল্যাণ পার্টির নগর সহ-সভাপতি মু: মহিউদ্দিন, মোহাম্মদ মুসলিম সিকদার, যুব কল্যাণ আহবায়কমোসাদ্দেক ফয়সল ও এস ইউ শাহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।