নিউজ ডেস্ক

কাঞ্চননগর জগন্নাথ মন্দিরে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

নাজিম উদ্দীন চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি গতকাল উপজেলা ফটিকছড়ির কাঞ্চননগর শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্দিরের কার্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি মহাজন, নির্বাহী সভাপতি বিধান কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে সহ ৬৫ জন মন্দিরের পরিচালনা পরিষদের সদস্য উপস্থিত সাংবাদিকদেরকে অভিযোগে জানান, জৈনক নির্মল কান্তি নিজেকে সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মন্দিরের আয়-ব্যয়ের টাকা আতœসাৎ করে তিনি উক্ত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিজ্ঞ আদালতে মামলা করে মন্দিরে যাবতীয় উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। তারা ইহার জোর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

মন্তব্য করুন