মোহাম্মদ সাজ্জাদ বাংলাদেশ ক্যারম ফেডারেশনের যুগ্ম সম্পাদক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলার ক্রীড়া সংগঠক মোহাম্মদ সাজ্জাদ বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি। সম্প্রতি বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং ১৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন অভিন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন