এক দফা সামনে রেখেই আগামীতে আন্দোলন-সংগ্রাম চালবে: বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ

নিউজগার্ডেন ডেস্ক: ১২ দলীয় ঐক্যজোটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ বলেছেন, দফা এক দাবী এক শেখ হাসিনার পদত্যাগ করতেই হবে। এক দফা সামনে রেখেই আগামীতে আন্দোলন-সংগ্রাম চালবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। এ সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম। এ সংগ্রাম ১৮ কোটি মানুষের সংগ্রাম। ভোট দিতে চাই। যাকে খুশি তাকে দেব। হামলা করবেন, মামলা করবেন, মিথ্যা ফরমায়েশি রায় দিয়ে সাজা দেবেন, এটা হতে দেব না। অনেক সুযোগ দিয়েছি। আর সুযোগ পাবেন না। অনেক ডলার পাচার করেছেন। গত ১৫ বছরে অনেককে জেলে ঢুকিয়েছেন, সাজা দিয়েছেন, তাতে কোনো লাভ হয়েছে? আমরা কখনো পিছু হটবো না। আজকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। আসুন, দুর্ভেদ্য উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে লুটেরা ফ্যাসিবাদী সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র নির্মাণ করি।

আজ ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে ১২ দলীয় ঐক্যজোট চট্টগ্রাম মহানগর আয়োজিত গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড: মামুন জোয়ার্দারের পরিচালনায় বক্তব রাখেন যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, জাগপার প্রেসিডিয়াম সিনিয়র সদস্য আবু মোজাফ্ফর মুহাম্মদ আনাস, জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সাজেদুল ইসলাম ইকবাল, জাগপার চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: হেলাল, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুল আলম, চান মিয়া, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ, মৌলানা আহমদ, কল্যাণ পার্টির নগর সহ-সভাপতি মু: মহিউদ্দিন, মোশারফ হোসেন, মোহাম্মদ মুসলিম সিকদার, যুব কল্যাণ আহবায়ক মোসাদ্দেক ফয়সল ও এস ইউ শাহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন