‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শৃঙ্খলা আনয়নের দাবী’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার সড়কে রুট পারমিটবিহীন অবৈধ ডাবল ডেকার (স্লিপার কোচ) চলাচল নিষিদ্ধ, সড়কে শৃঙ্খলা আনয়ন, দিনের বেলায় অনিয়ন্ত্রিতভাবে বহিরাগত দুরপাল্লার এসি/ননএসি গাড়ি বন্ধ, সকল ধরনের অনিয়ম বিশৃঙ্খলা দুরীকরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সহ বিভিন্ন দাবীতে আজ ৯ অক্টোবর সোমবার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় (শহীদ বশিরুজ্জামান চত্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আহুত প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কক্সবাজার-বান্দরবান সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে গাড়ি চট্টগ্রামে আসলেও চট্টগ্রাম থেকে কোন বাস, কোচ, মিনিবাস ছেড়ে যায়নি। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ‘বহিরাগত দুরপাল্লার রুট পারমিটবিহীন অবৈধ গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চলের মালিকেরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন এবং শত শত পরিবহন শ্রমিক বেকার জীবনযাপন করছে। তাছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৪০ এর বিধি ৩ লঙ্ঘন করে অমিনি বাস চ্যাসিস (omini bus large) লোকাল গ্যারেজে (modify) করে কোন ধরনের আইন কানুন বা নিয়ম নীতি তোয়াক্কা না করে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মারাত্মক ঝুঁকি নিয়ে অবাধে চলাচল করছে।’ বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক নামমাত্র হাইওয়ে হলেও তার প্রশস্থতা অত্যন্ত কম এবং কোন কোন স্থানে ১৮ ফিট। বৃহদাকার ডাবল ডেকার গাড়ি চলাচলের কারণে নিয়মিত বাস চলাচলে অনেক সময়ক্ষেপণের কারণে অতিরিক্ত জ্বালানীর অপচয় ও শ্রমঘন্টা নষ্ট হচ্ছে। বক্তারা বলেন, ওয়ান সিটি টু টাউন এর সফলতার জন্য পি.এ.বি, আনোয়ারা, বৈলতলী, বাঁশখালী সড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ করা এখন সময়ের দাবী। বক্তারা অভিযোগ উত্থাপন করে জানায়, একই দেশের নাগরিক এবং একই আইনের ধারায় পরিবহন শিল্প পরিচালনা হওয়া সত্ত্বেও ট্রাফিক আইনে ঢাকা ও চট্টগ্রামের জরিমানার বৈষম্য দ্বিগুণ এবং গাড়ি রিকুইজিশান ও রেকার ভাড়ার বিষয় নিয়েও সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন ‘সংশ্লিষ্ট প্রশাসন বরাবরে বারবার আবেদন নিবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি। আজকের কর্মসূচির পরে ডাবল ডেকার (স্লিপার কোচ) চলাচল নিষিদ্ধ করা এবং সড়কে শৃঙ্খলা আনয়নের ব্যাপারে যদি উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর ও লাগাতার কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব কফিল উদ্দিন এর সভাপতিত্বে এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’র সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো: ইউনুছ কোম্পানী, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব অলি আহামদ, কক্সবাজার আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, কক্সবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, শ্রমিক নেতা জহিরুল ইসলাম, কাজল কান্তি দাশ, মো: মর্তুজা সিদ্দিকী, জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), নুরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোবারক হোসেন, নবাব মিয়া, আবদুল কুদ্দুস, নুরুল কবির, মো: একরাম, সাইফুল ইসলাম শাহিন, মো: হোসেন, মো: ফরিদ ও হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন