নিউজগার্ডেন ডেস্ক: পটিয়া মুজাফরাবাদ কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ওরিয়েন্টেশন ক্লাস গতকাল অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে ও অধ্যাপিকা গোপা চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী। নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ, সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক কৌশিক চৌধুরী, সিনিয়র অধ্যাপক নুরুল ইসলাম, সিনিয়র অধ্যাপিকা নাছরীন আখতার, অধ্যাপিকা কনিকা দাশ, অধ্যাপক আব্দু শুক্কুর, অধ্যাপক প্রবীর মিত্র, অধ্যাপক বাবলুর রহমান এবং অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাস চালিয়ে নেওয়া হয়েছে বলে জানান কলেজ প্রধান। কলেজ জীবনের প্রথম ক্লাস করতে পেরে উৎফুল্ল প্রকাশ করে নবাগত শিক্ষার্থীরা ।
খবরটি পড়েছেনঃ ২১