লোহাগাড়ায় সোয়া ২ লাখ ঘনফুট বালু জব্দ

মোঃ ছরওয়ার কামাল: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নে পৃথক অভিযানে ডলু নদী থেকে অবৈধভাবে তোলা ২ লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ অক্টোবর) দিনভর এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

জানা যায়, চুনতির নলবুনিয়া খানদিঘী থেকে ১০ হাজার ৮০০ ঘনফুট, পুটিবিলার ৯ নং ওয়ার্ডের সড়াইয়া বুরা মেম্বার পাড়া থেকে ৭৬ হাজার ঘনফুট, পুটিবিলার ৮ নং ওয়ার্ড সরই ব্রিজের উত্তর পাশ থেকে ১২ হাজার ৬০০ ঘনফুট, দক্ষিণ পাশে ৭ হাজার ২৯০ ঘনফুট, পুটিবিলা ৮নং ওয়ার্ড পহর চান্দ সরই ব্রিজের পূর্ব পাশ থেকে ৫৩ হাজার ৮২০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়া পুটিবিলা ৮নং ওয়ার্ড গৌড়স্থান লোকমানের দোকানের পিছন থেকে ২৩ হাজার ৮৭০ ঘনফুট, পুটিবিলা ৮নং ওয়ার্ড গৌড়স্থান নয়া পাড়ার থেকে ৩০ হাজার ৪০০ ঘনফুটসহ মোট ২ লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট ডলু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে এবং জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

মন্তব্য করুন