নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ ১০ অক্টোবর (মঙ্গলবার) বিকালে বিশিষ্ট সাংস্কৃতিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম জেলার সভাপতি সুলতান আহম্মদ কমল, আবৃত্তিকার ও কবি সোমা মুৎসুর্দ্দী, চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী জুয়েল দ্বীপ, বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট ফরিদা আকতার, বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, সংগীত শিল্পী আনিস খোকন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল গফুর তালুকদার, বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতা জে.বি এস আন্দবোধি ভিক্ষু, জান্নাতুন সায়রা লিজা, ইমতিয়াজ ফারুকী ও সাংস্কৃতিক কর্মী আমিনুল হক লিটন প্রমুখ।
আগামী ২১ অক্টোবর (শনিবার) বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ যে কোন বয়সের প্রতিযোগী হামদ, নাত গজল, ইসলামী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা সফল করতে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।