নিউজগার্ডেন ডেস্ক: অনন্য অর্জনে কীর্তিমান চবিয়ান, সাফল্যের উদ্ভাসে আমাদের সম্মান- এই স্লোগানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর,২০২৩ রোজ শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চবি এলামানাই এসোসিয়েশনের আলোকিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি এবং কার্যকারী সদস্য মোঃ আমিন হেলালী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা সভার প্রস্তুতি উপলক্ষে ব্যাচ প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আজ ১০ অক্টোবর, ২০২৩ সন্ধ্যায় ক্লাব-৩১ এ ব্যাচ ও বিভাগ ভিত্তিক মতামত সভা এবং অনুষ্ঠান সম্পর্কে অবগত করা হয়। সভার সভাপতিত্ব করেন চবি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ছৈয়দ ছগীর আহম্মদ, সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আবুল কদর, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্জাহান চৌধুরী, দপ্তর সম্পাদক দাউদ আবদুল্লাহ আল হারুন লিটন, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শামসুর রহমান রাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক শামীমা হারুন লুবনা, সহ-সাংস্কৃতিক সম্পাদক হানিফা নাজীব হেনা, কার্যকরী সদস্য শাহ নেওয়াজ খালেদ সহ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় সভার সভাপতি আগামী ১৩ অক্টোবর ব্যাচ ও বিভাগ ভিত্তিক সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে প্রাণবন্ত ও সুশৃংখল সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজনের জন্য সকল চবিয়ান বন্ধুদের অংশগ্রহন নিশ্চিত করতে অনুরোধ করেন।
সভায় সঞ্চালনা পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক ও উদযাপন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হাসান হারুন।