তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

নিউজগার্ডেন ডেস্ক: কাল ১২ অক্টোবর তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১/১১’র বিভীষিকাময় পট পরিবর্তনের পর অধুনালুপ্ত গণতন্ত্র ও গণতান্ত্রিক রাজনীতির পুন-প্রতিষ্ঠা,বিকাশ, উন্নয়ন ও সুসংহতকরণের নৈতিক সংগ্রামের সর্বোপরি দেশ ও জাতির সেবার ব্রত নিয়ে ২০০৭ সালের ১২ অক্টোবর ঘরোয়া পরিবেশে এ সংগঠন যাত্রা শুরু করে। আজকের এই দিনে বিএনপির সৃজনশীল, পরিশিলীত রাজনীতি চর্চার এ সংগঠনটি ১৬ পেরিয়ে ১৭’তে পা রাখলো। আগামীর পথচলায় সকল জাতীয়তাবাদী বিজ্ঞজনদের এবং দায়িত্বশীল নেতৃত্বের সহযোগিতা চেয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলমগীর নূর। গৌরবের এ অভিযাত্রায় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শন তত্ত্বের বিজ্ঞজন, সংগঠনটির পরামর্শক অভিভাবক জাতীয়, স্থানীয় ও বহিঃবিশ্বের দায়ীত্বশীল নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক সকলকে সর্বোপরি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠার ১৬তম বার্ষিকীতে যখন আমরা আনন্দ আয়োজন শুরু করেছি ঠিক সে মুহূর্তে বেগম খালেদা জিয়া শুধুমাত্র আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে অবৈধ ভোটারবিহীন ক্ষমতাসীন স্বৈরসরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাপ্রকোষ্ঠে প্রতিনিয়ত মৃত্যুর দিনক্ষণ গুনছেন। আমরা আজ দুঃখ ভারাক্রান্ত। অপরদিকে স্বৈরসরকারের রোষানলে পড়ে উপ-মহাদেশীয় রাজনীতির ধ্রুবতারা তারেক রহমান আজ নির্বাসিত। এদেশের ৭৫% জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন রাজনীতি থেকে নির্বাসিত হয়, ধরে নিতে হবে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও সুশাসনে বন্ধ্যাত্ব চলছে। প্রতিহিংসার বিচারে বন্দি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক, বৈশ্বিক গণতন্ত্রের আইকনিক নেত্রী, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে অবিলম্বে বিরাজমান স্বৈরাচার সরকারকে পদত্যাগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর “বাংলাদেশী জাতীয়তাবাদ” দর্শন এবং জাতির ভবিষ্যৎ কা-ারী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃণমূল রাজনীতির নতুন ভাবাদর্শন সুশিক্ষিত ও স্বশিক্ষিত তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে উদ্ভাবনশীল জাতীয়তাবাদী চেতনার জ্ঞানভিত্তিক রাজনীতি ব্যবস্থা গড়ে তুলে জাতীয়তাবাদী চেতনার গণমুখী প্রচার ও কল্যাণধর্মী উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা বিনির্মাণের প্রয়াসে গঠিত হয়েছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ শিরোণামে এ সংগঠন। এটি বিএনপি’র একটি সমর্থক সংগঠন।

আলমগীর নূর আরো বলেন, সাম্প্রতিক পর্যবেক্ষণে বৈশ্বিক গণতন্ত্র মহলের কাছে এটা স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশের অধুনালুপ্ত গণতন্ত্রের পুনরুদ্ধার, বিকাশ, উন্নয়ন ও সুসংহতকরণে সর্বোপরি জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাকরণে তারেক রহমান এর সুনিপুন নেতৃত্বে শহীদ জিয়ার দল বিএনপি গুরুত্বপূণূ ভূমিকা পালন করে চলেছে। ১/১১’র পরবর্তীকাল থেকে এখন পর্যন্ত অভাবনীয় ধৈর্য্য, সহিষ্ণুতা ও ভূ-রাজনৈতিক পরীক্ষায় প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন তারেক রহমান। ক্ষমতাসীনদের নীপিড়ণমূলক শাসনতন্ত্র তথা প্রতিপক্ষ রাজনীতির প্রধান নেতৃত্বও তারেক রহমানের রাজনৈতিক তথা সাংগঠনিক বিচক্ষণতায় রীতিমতো বিস্মিত ও কিংকর্তব্যবিমূড়! ১/১১’র বিভীষিকাময় পট পরিবর্তনের পর সঙ্গত কারণে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তো বটেই সর্বোপরি উপ-মহাদেশের ভূ-রাজনৈতিক পরিমন্ডলে এবং বৈশ্বিক গণতান্ত্রিক মহলের কাছে তারেক রহমানের আবেদন নতুন মাত্রা পেয়েছে। মূলতঃ তারেক রহমান’র নামে এই গবেষণা কেন্দ্রের নামকরণ শিক্ষিত ও স্বশিক্ষিত তরুণ প্রজন্মকে সুষ্ঠু ও সুসংহত রাজনীতিমূখি করার সাহসী ঠিকানা হিসাবে দিকনির্দেশনার প্রতিকীরূপ বলে তিনি মন্তব্য করেছেন। তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র আমাদের প্রথাগত রাজনীতির বাইরে রাজনীতি চর্চার পরিশীলিত নতুন ভাবাদর্শন। এই গবেষণা সংগঠন শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শন তত্ত্বরই নির্যাস।

আলমগীর নূর আরো বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাধৃত কালোত্তীর্ণ অনুপম রাষ্ট্রকাঠামো ব্যবস্থাপনা ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এবং আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের ১৯ দফা কর্মসূচীরই আধুনিক সংস্করণ এই সংগঠন।

 

মন্তব্য করুন