নিউজ ডেস্ক

“ইকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সৌন্দর্য বর্ধন কর্মসূচী পালিত ”

নিউজগার্ডেন ডেস্ক: এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) কর্তৃক আয়োজিত পরিবেশবান্ধব নগর উন্নয়নের লক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় ৮১ মুরাদপুরস্থ চট্টগ্রামের নতুন নির্মাকৃত ভবনের চারপাশে সৌন্দর্য বর্ধন কর্মসূচী-২০২৩ খ্রিঃ উপলক্ষে বিভিন্ন প্রজাতির মোট চারশত পঞাশটি (৪৫০টির মতো) ফলজ, বনজ, ওষধী, ফুলের গাছ ও বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছ রোপনসহ টবসহকারে নতুন ভবনটির সৌন্দর্য বর্ধন কর্মসূচী পালন করা হয় যাতে পরিবেশের ভারসাম্য ও জীব- বৈচিএ রক্ষা পায় সেদিকে খেয়াল রেখে এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) বিগত ২০২০ সাল তেকে কাজ করে আসছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহিত উল আলম এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক জনাব মোঃ ফরিদুল আলমসহ অএ কার্যালয়ের সকল সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইকো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব বিশ^জিত দাশ এছাড়াও অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং মহিলা উদ্যেক্তা জনাবা হামিদা আক্তার ; এই পুরো সৌন্দর্য বর্ধন কর্মসূচী আয়োজনটি সমন্বয় করেন ইকো ফাউন্ডেশনের কোর টিম মেম্বার ও সমন্বয়কারী (প্রোগ্রাম) জনাব সুজন দেব। অনুষ্ঠানে ইকো ফাউন্ডেশনের যুব ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ এবং অন্যান্য আগত গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন