নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর পাচঁলাইশ থানাধীন হামজারবাগ কলোনীস্থ লাইফ সংস্থার সার্বিক সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম রয়েল সিটি ও লায়ন্স ক্লাব অব ইউনাইটেড স্টারস’র উদ্যোগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস টেষ্ট, রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম গতকাল ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। অনুষ্ঠানে ৫২৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। লাইফ’র সভাপতি আবু রুশদ ইবনে আজিজ উৎপলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন মোঃ মহিউদ্দিন চৌধুরী (পিএমজে এফ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল (এমজে এফ) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ মোবারক আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর/সি হেড কোয়াটার লায়ন মোঃ এসএম কামাল পাশা, আর/সি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ক্লাব অব ইউনাইটেড স্টারস’র প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোঃ মহিউদ্দিন চৌধুরী, ভিপি লায়ন মোঃ আহমেদ নুর, সেক্রেটারী লায়ন মোঃ সাজ্জাদ হোসেন টিপু, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম রয়েল সিটির প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোঃ নোমান, আইপিপি লায়ন মোঃ কিবরিয়া হোসেন, ভিপি-১ লায়ন আরিফুর জামান, উভয় ক্লাবের সদস্যবৃন্দ, লাইফ সংস্থার সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান মিন্টু, কার্যকরী সদস্য মোঃ ফকরুল আলম, আকতার হোসেন, আবুল বাসার মুসা (পিয়াল) ও আল-মনসুর প্রমুখ।