
মোঃ ছরওয়ার কামাল: সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া জায়গার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গতকাল বিকালে উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি রাস্তার মাথা এলাকায় ৩ শতক সরকারি খাস খতিয়ান ভূক্ত জমি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে কতিপয় স্থানীয় একব্যক্তি প্রভাব খাটিয়ে নিজের দখল করে রেখেছিল সরকারি জায়গাটি। জানা যায়, সরকারি সম্পত্তি অবৈধভাবে অন্যের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে গতকাল বিকালে জনার কেঁওচিয়া মাদারবাড়ি রাস্তার মাথা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে ভূমি পরিমাপ করে সরকারি সম্পত্তি উদ্ধার করেন। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চট্টগ্রামের একটি সাইনবোর্ড লাগিয়ে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকায় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সরকারি জায়গা অবৈধভাবে দখলে রাখার বিষয়ে আমাদের নজরে আসে। রোববার বিকালে অভিযান চালিয়ে ও্ই রকারি জায়গা উদ্ধার করা হয়।