দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হচ্ছে ১৯ অক্টোবর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন বে ব্লুতে দুইদিন ব্যাপি আন্তর্জাতিক শিক্ষা মেলা উপলক্ষ্যে আজ ১৭ অক্টোবর (মঙ্গলবার) বিকালে চকবাজার লরেলে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিংয়ে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভল্যাপমেন্ট কনসালট্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি লায়ন মো: মুজিবুর রহমান জানান, দুর্বল ও যাদের শিক্ষাক্ষেত্রে গ্যাপ রয়েছে তাদের সেই গ্যাপ পূরণ করে বিদেশে পড়ালেখার উপযোগী করে গড়ে তোলায় প্রতিষ্ঠানগুলোর সাফল্য। ব্যবসার চাইতে লেখাপড়ার প্রসারটাই তারা আগে দেখতে চান। এক্ষেত্রে মেলায় কোনো স্টুডেন্ট বুকিং দিলে প্রায় অর্ধেক ছাড়ে বিভিন্ন সুযোগ সুবিধা মিলবে। একজন শিক্ষার্থীকে যেকোনো প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্যে কার্যকর, সৃষ্টিশীল ও মুক্তচিন্তার অধিকারী করে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠানগুলো।
আগামী ১৯ ও ২০ অক্টোবর চট্টগ্রাম ফ্যাক্ট ক্যাব কর্তৃক আয়োজিত হোটেল রেডিসন বে ব্লুতে সকাল ১০ টা হতে বিকেল ৬ টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষ মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় ভারত, মালেশিয়া, কানাডা, লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশ অংশ গ্রহণ করবে। বাংলাদেশের স্বনামধন্য সকল কনসালটেন্সি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করবে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে যেতে আগ্রহী সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত থাকবেন। মেলার সার্বিক প্রস্তুুতি নিয়ে মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন মুজিবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ.কে এম নুরুল বশর ভুইয়া সুজন, যুগ্ম আহ্বায়ক মানজুমা মোর্শেদ, সদস্যসচিব কামরুল ইসলাম টিটু, মেলা কমিটির সদস্য এস এম জামিল ইকবাল, শাহনেয়াজ সুমন, রাজীব আহমেদ প্রমুখ।

মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এ কে এম নুরুল বশর ভূঁইয়া (সুজন) জানান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য হোটেল রেডিসন বে ব্লুতে শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। চট্টগ্রাম ফ্যাক্ট ক্যাব’র উদ্যোগে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

মেলা সম্পর্কে মেলা কমিটির যুগ্ম আহবায়ক মানজুমা মোর্শেদ জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত দেশের শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খন্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

দুই দিনব্যাপী মেলায় অতিথি থাকবেন প্রধান অতিথি সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, ব্যারিস্টার মনোয়ার হোসেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, গ্রেটার চট্টগ্রাম সমিতি ইউকে এর সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, ফ্যাক্ট ক্যাব ঢাকার সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপী, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ তারেকসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবনে অতিথি হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠান ১৮ অক্টোবর হোটেল আগ্রাবাদে।

মন্তব্য করুন