নিউজগার্ডেন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র গিয়াস উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্ড এলাকার সনাতনী সম্প্রদায়ের ৩০০ জন মানুষের মাঝে বস্ত্র ও ৮টি পূজা কমিটির মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার সকালে চট্টেশ্বরী মোড়স্থ ফরিদ টাওয়ারে এই শারদীয় বস্ত্র ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্ব ও বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাজাহান রতন,আব্দুল জলিল,শিশির দে,আমিনুল ইসলাম, বিশ্বনাথ দাশ বিশু, শ্যামলী বড়ুয়া, সাধন দে মোঃ শাহজাহান,দেবু চক্রবর্তী, বটন দত্ত, দয়াল দাস,অজয় মল্লিক, শুভ মল্লিক, রাজিব দাশ, নয়ন চৌধুরী, সুজন দাশ প্রমুখ।
গোসাইলডাঙ্গা একতা সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর উদ্যোগে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর উদ্যোগে দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ভুক্ত মানুষের মাঝে শারদীয় বস্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে একতা সংঘ পূজা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
একতা গোষ্ঠী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি লিটন চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর আবদুল কাদের, একতা গোষ্ঠী দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক রবি রায়, প্রধান সমন্বয়কারী জয়দেব চন্দ্র রায়, সুমন দেবনাথ, বাবুল দাশ তনয় বক্তব্য রাখেন।