
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর নির্বাহী কর্মকর্তা সৈয়দ হামিদ হোসাইন আজাদ (৪৮) অদ্য ২১ অক্টোবর শনিবার সকাল পোনে বারটায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম হামিদ হোসাইন আজাদ ব্রেইন স্ট্রোকজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০/১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘ প্রায় তিন বৎসর যাবত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। কর্মরতকালীন তিনি পরিষদ এর অর্পিত দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করেছেন। তিনি ছিলেন কর্মঠ এবং ন্যায়পরায়ন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, তিন কন্যা, এক ভাইসহ বহু আত্বীয় স্বজন রেখে যান। হামিদ হোসাইন আজাদের ইন্তেকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য মরহুম সৈয়দ হামিদ হোসাইন আজাদ সন্দ্বীপ থানার কালাপনিয়া এলাকার মরহুম আব্দুল মালেক এর কনিষ্ঠ পুত্র। মরহুমের নামাজে জানাজা আজ সন্ধ্যা ছয়টায় নগরীর চকবাজারস্থ ফালাহ গাজী জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং একই মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।