নিউজ ডেস্ক

যুবদল নেতা টিটু’র মৃত্যুতে দীপ্তি ও শাহেদ’র শোক

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কর্মসংস্থান বিষয়ক সম্পাদক “মোহাম্মদ ওমর ইমতিয়াজ টিটু” শনিবার(২১ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৪ বছর। মৃত্যুকালে তিনি পিতা মাতা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
রবিবার বাদ জোহরের নামাজের পর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ সৈয়দ শাহ্ রোড নাজাস্যা কলোনি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় রবিবার (২২ অক্টোবর) এক যৌথ শোকবার্তায় বলেন, “ওমর ইমতিয়াজ টিটু’র মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে সমব্যাথী।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম ওমর ইমতিয়াজ টিটু চট্টগ্রাম মহানগর যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চট্টগ্রামের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব করেন এবং শোকে মুহ্যমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
রবিবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ‘মোহাম্মদ ওমর ইমতিয়াজ টিটু’র মৃত্যুতে তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে তাকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তারা নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাত নসিব এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

মন্তব্য করুন