সন্দ্বীপের বাউরিয়ায় সন্ত্রাসী হামলা ও মাইটভাংগায় ডাকতির ঘটনায় মিল্টনের উদ্বেগ

সন্দ্বীপের বাউরিয়ায় সন্ত্রাসী হামলা ও মাইটভাংগায় ডাকতির ঘটনায় মিল্টনের উদ্বেগ
নিউজগার্ডেন ডেস্ক: শনিবার দিবাগত রাতে বাউরিয়া ইউনিয়ন বিএপির সহ-সভাপতি নজরুল ইসলাম ও তার ভাই এর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। হামলায় আহত নজরুল ও তার ভাই বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে। অন্য ঘটনায় সশস্ত্র ডাকাতরা মাইটভাঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল’র সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রমিজুল কবীর জুয়েল এর বাড়ীতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এঘটনায় সন্ত্রাসীরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অনেক মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এই দুই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মিজানুর রহমান ভূইয়া অবিলম্বে বাউরিয়ার বিএনপি নেতা নজরুল ও তার ভায়ের উপর হামলাকারিদের গ্রেফতার এবং ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে মাইটভাঙ্গা বিএনপি নেতা জুয়েল এর বাড়ী থেকে লুট করে নিয়ে যাওয়া মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যও প্রশাসনের প্রতি আহবান জানান।

এই দুই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এসব সন্ত্রাসী হামলাগুলোতে প্রমাণ হয় দেশে সন্ত্রাসীদের রাম রাজত্ব চলছে। কারো জানমাল এখন আর নিরাপদ নয়। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশের দায়িত্ব সন্দ্বীপের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান।

 

মন্তব্য করুন