নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে দক্ষিণ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে আন্দরকিল্লা জামালখান প্রদক্ষিন করে শেষ হয়।মিছিল শেষে বক্তারা কর্ণফূলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি দক্ষিণ চট্টলার ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দুই সহসম্পাদক ওমর ফারুক চৌধুরী,আরিফ উদ্দিন চৌধুরী ও সদস্য সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ সদ্য সাবেক গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন মুন্না, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সম্পাদক মঞ্জুর মোরশেদ,গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক কাউছার আলম রিফাত,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন,আরো উপস্থিত ছিলেন সাব্বির, ডেনিম,সাজ্জাদ, রকিব,আসিফ,নাঈম ভূঁইয়া, তৈয়ব সাগর সহ প্রমূখ নেতৃবৃন্দ।