নিউজ ডেস্ক

যুবদল নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোশাররফ হোসেন দীপ্তি ও মুহাম্মদ শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: ২৮ অক্টোবর শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে পরিকল্পিত পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলি করে বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত তান্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নগরীর পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য মোঃ হাসান চৌধুরী তোফা, থানা যুবদল নেতা মোহাম্মদ মোরশেদ, শুলকবহর ওয়ার্ড যুবদল আহবায়ক সাদেক আহমদ, ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল, ওয়ার্ড যুবদল নেতা মোঃ খোকনসহ যুবদল নেতাকর্মীদের পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, ২৮ অক্টোবর ১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিএনপির হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাস, ট্রেন ও লঞ্চ পারাবার বন্ধ করে দিয়ে যখন সরকার আমাদের মহাসমাবেশ ঠেকাতে পারেনি। তারা যখন দেখছে বাঁধা উপেক্ষা করে মহাসমাবেশে লাখ লাখ লোক যোগ দিয়েছে তখন তারা পরিকল্পিতভাবে হামলা করে আমাদের সমাবেশ পন্ড করে দিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার সম্পুর্ণ মাষ্টারপ্ল্যান করে বিএনপির সমাবেশে হামলা করিয়েছে।

নেতৃদ্বয়, বিএনপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলা এবং চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন