নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকান্ডে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে দেশী বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত। সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও হরতালের নামে গাড়ি ভাংচুর জ্বালাও পোড়াও মানুষ হত্যাসহ দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে গতকাল (২৯ অক্টেবার) রবিবার সকাল ১১ টায় পটিয়ার কুসুমপুরা এলাকায় মহিলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সাবেক এমপি চেমন আরা তৈয়ব প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমি, সাংগঠনিক সম্পদক কৃঞ্চ রানী দাশ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সায়েমা নওশীন লুনা, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, ইয়ামিন আকতার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিল্পী মিত্র মেম্বার, দিলোয়ারা বেগম, রিংকী দেব, পুর্ণিমা দে, লাকী দাশ, জোবাইদা গুলশান আরা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন, আলমগীর খান, কহিনুর আকতার, জেসমিন আকতার, মির্সেস শিমু, ছেনোয়ারা বেগম, রেহেনা আকতার, কহিনুর আকতারসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।