
নিউজগার্ডেন ডেস্ক: মতি কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের উপর নগ্ন ভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করা হয়। হামলায় শাহজাহান গুরুত্বর জখম হয়। উক্ত হামলার প্রতিবাদে গত ২৯ অক্টোবর চকবাজারস্থ কাচ্চি ডাইন এর হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন গত ২৫ অক্টোবর মতি কমপ্লেক্স সাধারণ সম্পাদক শাহজাহান এর দোকানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তার উপর সন্ত্রাসী বাহিনী দিয়ে বর্বরচিত হামলার গুরুত্বর আঘাত প্রাপ্ত হওয়ায় জনাব শাহজাহান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল করিব, সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, সাবেক সাধারণ সম্পাদক সমীর কান্তি পাইক, সাবেক সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুবুল ইসলাম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও মতি টাওয়ার মতি কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী বৃন্দ।