নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলী থেকে ১টি বিদেশী পিস্তল এবং কাতুর্জসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র্যাব-৭। গতকাল র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইসমাইল (৩৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং-নোয়াপাড়া, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রম। গ্রেফতারকৃত আসামি আগ্নেয়াস্ত্র তার নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।